Saturday, October 24, 2015

সাধারণ বিজ্ঞান বিষয় এর কিছু তথ্য

 বিজ্ঞান আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে  দরকার, আজকের এই যুগ বিজ্ঞানেরই অবদান তাই বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য আজ আমরা জানবো।
১) পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু ।
২) পদার্থের স্থায়ী মূল কণিকা – ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
৩) তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা, বিটা ও গামা কনিকা ।
৪) পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান ।
৫) পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল ।
৬) বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ ক্যালরি ।
৭) ০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড ।
৮) সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় – লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
৯) সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি – সৌর রশ্মি ।
বাংলাদেশের কোন উপজাতি সম্প্রদায় কোন জেলায় বসবাস করে তা দেয়া হল,
উপজাতীয় সম্প্রদায়ের বাসস্থান :-
১/ গারো ময়মনসিংহ
২/ চাকমা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি
৩/ সাঁওতাল রাজশাহী ও দিনাজপুর
৪/ রাখাইন পটুয়াখালী
৫/ মারমা কক্সবাজার,বান্দরবান ও পটুয়াখালী
৬/ হাজং ময়মনসিংহ ও নেত্রকোনা

দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া কিছু জানা-অজানা তত্থঃ

আমাদের দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া কিছু জানা-অজানা সাধারণ জ্ঞান সবার উপকারের জন্য দেয়া হল,পড়লে আশা করি সবাই উপকৃত হবেনঃ 
০১২০১৫ সালে ঢাকা  চট্টগ্রামে 'সিটি নির্বাচনকত তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২৮ এপ্রিল।
০২উইকিলিকস্ কোন দেশের রাজনৈতিক দল?উত্তরঃ অস্ট্রেলিয়া।
০৩২৫ এপ্রিল ২০১৫-এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রেখটার স্কেলে কত ছিল?উত্তরঃ . [নেপাল]
০৪১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি?উত্তরঃ অস্ট্রেলিয়া।
০৫মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?উত্তরঃ সিলেট।

বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য

★★বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য★★
শিক্ষা সম্পর্কিত ১০৫ টি প্রশ্ন সেগুলোর উত্তর নিচে দেয়া হলঃ
প্রশ্ন-: লর্ড ম্যাকলে কবে শিক্ষা কমিটির সভাপতি
নিযুক্ত হন?
উঃ ১৮৩৪ সালে।
প্রশ্ন-: উইলিয়াম এ্যাডাম কবে বাংলা বিহারের শিক্ষাবিষয়ক তথ্য সংগ্রহের জন্য নিযুক্ত হন?
উঃ ২০ জানুয়ারী, ১৮৩৫
প্রশ্ন-: উইলিয়াম এ্যাডাম শিক্ষাবিষয়ক কয়টি বিবরণী দাখিল করেন?
উঃ ৩টি।
প্রশ্ন-: উইলিয়াম এ্যাডাম কবে তাঁর শিক্ষাবিষয়ক তৃতীয় বিবরণী উপস্থাপন করেন?
উঃ ২৮ এপ্রিল, ১৯৩৮
প্রশ্ন-: লর্ড কার্জন কীসের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারে ব্রতী হন?
উঃ ১৯০১ সালের শিমলা শিক্ষা সম্মেলনে গৃহীত ১৫০টি শিক্ষা-সংক্রান্ত প্রস্তাবনার ভিত্তিতে।
প্রশ্ন-: কবে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন বিধিবদ্ধ হয়?

Friday, October 23, 2015

জমি-জমা পরিমাপের তথ্য গুলো সবার জানা দরকার,তাই এক পলক দেখে নিন কাজে লাগবে।

জমি-জমা পরিমাপের তথ্য গুলো সবার জানা দরকার,তাই এক পলক দেখে নিন কাজে লাগবে।
বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত,
বিঘা = ২০ কাঠা,
কাঠা = ১৬ ছটাক,
ছটাক = ২০ গন্ডা,
বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক,
বিঘা = ১৪,৪০০ বর্গফুট,
কাঠা = ৭২০ বর্গফুট,

যেই সব বীরের জন্য আমাদের এই দেশটা আজ স্বাধীন হয়েছে তাদের সংক্ষিপ্ত তথ্য

যেই সব বীরের জন্য আমাদের এই দেশটা আজ স্বাধীন হয়েছে তাদের সংক্ষিপ্ত তথ্য দেয়া হল, এটা জানা আমাদের সকল নাগরিকের জন্য জরুরি।
বীরশ্রেষ্ঠ ৭ জনঃ
১/ মুন্সি আব্দুর রউফ।
   জন্মস্থানঃ জেলা: ফরিদপুর,
   উপজেলা: মধুখালী
   গ্রাম: সালামতপুর। 
   জন্মঃ মে, ১৯৪৩ ।
   পদবিঃ ল্যান্স নায়েক ,
   কর্মস্থলঃ ইপিআর । সেক্টরঃ ১ নং। 
   শহীদ হনঃ ০৮/০৪/১৯৭১ তারিখে।

২/ মোঃ মোস্তফা কামাল। 

   জন্মস্থানঃ জেল: ভোলা,
   উপজেলা: দৌলতপুর,
   গ্রাম: মৌটুপী। 
   জন্মঃ ১৬/১২/১৯৪৭।
   পদবিঃ সিপাহী
   কর্মস্থলঃ সেনাবাহীনি । সেক্টরঃ ২ নং। 
   শহীদ হনঃ ১৪/০৪/১৯৭১ তারিখে।

৩/ মতিউর রহমান। 

   জন্মস্থানঃ জেলা: নরসিংদী,
   উপজেলা: রায়পুরা,
   গ্রাম: রামনগর। 
   জন্মঃ ২৯/১১/১৯৪২। 
   পদবিঃ ফ্লাইট লেফটেন্যান্ট
   কর্মস্থলঃ বিমানবাহিনী । 
   শহীদ হনঃ ২০/০৮/১৯৭১ তারিখে।

আমাদের চারিপাশে এবং আমাদের প্রতিদিনের ব্যাবহার করা বিভিন্ন কিছু জিনিসের পরিমাপের একক

আমাদের চারিপাশে এবং আমাদের প্রতিদিনের ব্যাবহার করা  বিভিন্ন কিছু জিনিসের পরিমাপের একক নিচে দেয়া হলঃ 
1)সীসমোগ্রাফ=ভুমিকম্পের গতি ও তীব্রতা মাপার যন্ত্র।
2)
ব্যারোমিটার= বায়ুর গতি মাপার যন্ত্র।
3)
সেক্সট্যান্ট = অক্ষাংশ মাপার যন্ত্র।

4)ক্রোনোমিটার = সময় মাপার যন্ত্র।
5)
থার্মোমিটার = তাপমাত্রা মাপার যন্ত্র।