Saturday, October 24, 2015

বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য

★★বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য★★
শিক্ষা সম্পর্কিত ১০৫ টি প্রশ্ন সেগুলোর উত্তর নিচে দেয়া হলঃ
প্রশ্ন-: লর্ড ম্যাকলে কবে শিক্ষা কমিটির সভাপতি
নিযুক্ত হন?
উঃ ১৮৩৪ সালে।
প্রশ্ন-: উইলিয়াম এ্যাডাম কবে বাংলা বিহারের শিক্ষাবিষয়ক তথ্য সংগ্রহের জন্য নিযুক্ত হন?
উঃ ২০ জানুয়ারী, ১৮৩৫
প্রশ্ন-: উইলিয়াম এ্যাডাম শিক্ষাবিষয়ক কয়টি বিবরণী দাখিল করেন?
উঃ ৩টি।
প্রশ্ন-: উইলিয়াম এ্যাডাম কবে তাঁর শিক্ষাবিষয়ক তৃতীয় বিবরণী উপস্থাপন করেন?
উঃ ২৮ এপ্রিল, ১৯৩৮
প্রশ্ন-: লর্ড কার্জন কীসের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারে ব্রতী হন?
উঃ ১৯০১ সালের শিমলা শিক্ষা সম্মেলনে গৃহীত ১৫০টি শিক্ষা-সংক্রান্ত প্রস্তাবনার ভিত্তিতে।
প্রশ্ন-: কবে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন বিধিবদ্ধ হয়?

উঃ ১৯০৪ সালে।
প্রশ্ন-: কবে উডের শিক্ষা দলিল প্রকাশিত হয়?
উঃ ১৮৫৩ সালে।
প্রশ্ন-: হান্টার কমিশন কবে বড়লাট লর্ড রিপন কর্তৃক নিয়োগ লাভ করে?
উঃ ফেব্রুয়ারী, ১৮৮২ সালে।
প্রশ্ন-: হান্টার কমিশন শিক্ষা সংস্কারে কয়টি প্রস্তাব পেশ করে?
উঃ ২২২টি।
প্রশ্ন-১০: স্যাডলার কমিশন কবে গঠিত হয়?
উঃ ১৯১৭ সালে।
প্রশ্ন-১১: স্যাডলার কমিশন কবে রিপোর্ট পেশ করে?
উঃ ১৯১৯ সালে।
প্রশ্ন-১২: কোন কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে?
উঃ স্যাডলার কমিশন।
প্রশ্ন-১৩: পাকিস্তানের প্রথম শিক্ষা কমিটির নাম কী?
উঃ আকরাম খান কমিটি।
প্রশ্ন-১৪: আকরাম খান কমিটি কবে রিপোর্ট পেশ করে?
উঃ ১৯৫২ সালে।
প্রশ্ন-১৫: আতাউর রহমান খান শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
উঃ ১৯৫৭ সালে।
প্রশ্ন-১৬: শরীফ কমিশন কবে গঠিত হয়?
উঃ ১৯৫৯ সালে।
প্রশ্ন-১৭: হামিদুর রহমান শিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উঃ ১৯৬৪ সালে।
প্রশ্ন-১৮: এয়ার মার্শাল এম. নূর খানকে সভাপতি করে শিক্ষা কমিটি গঠিত হয় কত সালে?
উঃ ১৯৬৯ সালে।
প্রশ্ন-১৯: শামসুল হক শিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উঃ ১৯৭০ সালে।
প্রশ্ন-২০: কুদরত-- খুদা শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
উঃ ২৬ জুলাই, ১৯৭২ সাল।
প্রশ্ন-২১: কুদরত-- খুদা শিক্ষা কমিশন কবে রিপোর্ট পেশ করে?
উঃ ৩০ মে, ১৯৭৪ সাল।
প্রশ্ন-২২: জাতীয় শিক্ষা পরিষদ কবে রিপোর্ট পেশ করে?
উঃ আগষ্ট, ১৯৭৫ সাল।
প্রশ্ন-২৩: জাতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
উঃ ২৩ এপ্রিল,১৯৮৭ সাল।
প্রশ্ন-২৪: জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
উঃ অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ।
প্রশ্ন-২৫: জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করে?
উঃ ২৬ ফেব্রুয়ারী, ১৯৮৮ সাল।
প্রশ্ন-২৬: অধ্যাপক এম. শামসুল হক শিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উঃ ১৯৯৭ সালে।
প্রশ্ন-২৭: মোট কতটি (বাংলাদেশ আমল ২০০৯ পর্যন্তু) শিক্ষা কমিশন শিক্ষা কমিটি গঠন করা হয়?
উঃ ৮টি।
প্রশ্ন-২৮: সপ্তম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে?
উঃ অধ্যাপক মনিরুজ্জামান মিঞা।
প্রশ্ন-২৯: সপ্তম শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত?
উঃ ২৪ জন।
প্রশ্ন-৩০: মনিরুজ্জামান শিক্ষা কমিশন কখন গঠন করা হয়?
উঃ ২০০৩ সালে।
প্রশ্ন-৩১: সপ্তম শিক্ষা কমিশন কবে রিপোর্ট পেশ করে?
উঃ ৩১ মার্চ, ২০০৪ সালে।
প্রশ্ন-৩২: ৮ম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে?
উঃ জাতীয় অধ্যাপক কবির চৌধুরী।
প্রশ্ন-৩৩: ৮ম শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত?
উঃ ১৮ জন।
প্রশ্ন-৩৪: ৮ম শিক্ষা কমিশন কখন গঠন করা হয়?
উঃ ০৬ এপ্রিল, ২০০৯ সালে।
প্রশ্ন-৩৫: ৮ম শিক্ষা কমিশন কবে রিপোর্ট পেশ করে?
উঃ সেপ্টেম্বর, ২০০৯ সালে।
প্রশ্ন-৩৬: বাংলাদেশের বর্তমান শিক্ষার হার কত?
উঃ ৬৩%
প্রশ্ন-৩৭: বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে বেশি?
উঃ বরিশালে (৭৬.%)
প্রশ্ন-৩৮: বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে সবচেয়ে কম?
উঃ সিলেট (৫৫%)
প্রশ্ন-৩৯: বাংলাদেশের শিক্ষার হার কোন জেলায় বেশি?
উঃ বরগুনা (৮৬.৫৫%) / ঢাকা।
প্রশ্ন-৪০: বাংলাদেশের শিক্ষার হার কোন জেলায় কম?
উঃ জামালপুর (৩৯.৫৫%)
প্রশ্ন-৪১: বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?
উঃ ডিসেম্বর, ১৯৯৮ সালে, মাগুরা।
প্রশ্ন-৪২: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কবে?
উঃ ১৯৯০ সাল থেকে।
প্রশ্ন-৪৩: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়?
উঃ জানুয়ারী, ১৯৯২
প্রশ্ন-৪৪: বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কবে চালু হয়?
উঃ ১৯৯৩
প্রশ্ন-৪৫: বেসরকারী বিশ্ববিদ্যালয় বিল পাশ হয় কবে?
উঃ ০৫ আগষ্ট, ১৯৯২
প্রশ্ন-৪৬: জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম কবে শুরু হয়?
উঃ ১৯৯২-১৯৯৩ সনে।
প্রশ্ন-৪৭: বাংলাদেশের প্রথম পাঠাগার কোনটি এবং কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ রাজা রামমোহন রায় লাইব্রেরী, বাংলা ১৩১৩ সালে,ঢাকার পাটুয়াটুলিতে।
প্রশ্ন-৪৮: উপমহাদেশে কবে প্রথম নৈশ বিদ্যালয় চালু হয়?
উঃ ১৯১৮ সালে।
প্রশ্ন-৪৯: ন্যাপ (NAPE) প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ১৯৭৭ সালে।
প্রশ্ন-৫০: নায়েম (NAEM) প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ১৯৮১ সালে।
প্রশ্ন-৫১: মাদ্রাসা শিক্ষাবোর্ড কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৮ সালে।
প্রশ্ন-৫২: প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে?
উঃ ১৯৭৪ সালে।
প্রশ্ন-৫৩: বাংলাদেশে প্রাইমারী স্কুলের সংখ্যা কত?
উঃ ৮০, ৩৯৭ টি (সরকারী ৩৭,৬৭২টি বেসরকারী ৪২,৭২৫ টি)
প্রশ্ন-৫৪: দেশে মাধ্যমিক নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি?
উঃ ১৮,৫০০ টি (বালিকা-৩৭০৮টি)
প্রশ্ন-৫৫: দেশে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি? (নিম্ন মাধ্যমিক সবগুলো বেসরকারী)
উঃ ,৩২২ টি (বালিকা-১২৪৭টি)
প্রশ্ন-৫৬: দেশে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি?
উঃ ৩১৭ টি (বালিকা-১৪৭টি)
প্রশ্ন-৫৭: দেশে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি? (৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)
উঃ ১৩,৮৬১ টি (বালিকা-২৩১৪টি)
প্রশ্ন-৫৮: মোট মাদ্রাসার সংখ্যা মোট কতটি?
উঃ ,২১৪ টি।
প্রশ্ন-৫৯: মোট সরকারী মাদ্রাসার সংখ্যা মোট কতটি?
উঃ ০৩ টি।
প্রশ্ন-৬০: বাংলাদেশে সরকারী বেসরকারী সাধারণ কলেজ কতটি?(৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)
উঃ ,১৫০টি (বালিকা-৬০০টি)
প্রশ্ন-৬১: বাংলাদেশে সরকারী সাধারন কলেজ কতটি?
উঃ ২৫২ টি (বালিকা-৬৪টি)
প্রশ্ন-৬২: বাংলাদেশে বেসরকারী সাধারণ কলেজ কতটি?
উঃ ,৮৯৯ টি (বালিকা-৫৩৬টি)
প্রশ্ন-৬৩: বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজ কতটি?
উঃ ১৫ টি।
প্রশ্ন-৬৪: বাংলাদেশে বেসরকারী মেডিকেল কলেজ কতটি?
উঃ ২৭ টি।
প্রশ্ন-৬৫: বাংলাদেশে সরকারী ডেন্টাল কলেজ কতটি?
উঃ টি।
প্রশ্ন-৬৬: বাংলাদেশে বেসরকারী ডেন্টাল কলেজ কতটি?
উঃ টি।
প্রশ্ন-৬৭: বাংলাদেশে সরকারী বিশ্ববিদ্যালয় কয়টি?
উঃ ৩৭টি।
প্রশ্ন-৬৮: বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি?
উঃ টি।
প্রশ্ন-৬৯: বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কতটি?
উঃ টি।
প্রশ্ন-৭০: বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় কতটি?
উঃ ৭৯টি।
প্রশ্ন-৭১: বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট কতটি?
উঃ ৭৭ টি।
প্রশ্ন-৭২: বাংলাদেশে আইন কলেজ কতটি?(সবগুলো বেসরকারী)
উঃ ৭০ টি।
প্রশ্ন-৭৩: বাংলাদেশে চারুকলা কলেজ কতটি?
উঃ টি।
প্রশ্ন-৭৪: বাংলাদেশে চারুকলা ইনস্টিটিউট কতটি?
উঃ টি।
প্রশ্ন-৭৫: বাংলাদেশে নার্সিং কলেজ কতটি?
উঃ টি। (সরকারী)
প্রশ্ন-৭৬: বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউট কতটি?
উঃ ৪৪ টি। (৩৯টি সরকারী)
প্রশ্ন-৭৭: বাংলাদেশে ইউনানী/আয়ুর্বেদিক কলেজ কতটি?
উঃ ১৬ টি। (২টি সরকারী)
প্রশ্ন-৭৮: বাংলাদেশে লেদার টেকনোলজি কলেজ কতটি?
উঃ টি।
প্রশ্ন-৭৯: বাংলাদেশে টেক্সটাইল টেকনোলজি কলেজ কতটি?
উঃ টি।
প্রশ্ন-৮০: বাংলাদেশে টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট কতটি?
উঃ টি।
প্রশ্ন-৮১: বাংলাদেশে টেক্সটাইল ভোকেশনাল সেন্টার কতটি?
উঃ ২৮ টি। (সরকারী)
প্রশ্ন-৮২: বাংলাদেশে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কতটি?
উঃ ৩০ টি। (১টি সরকারী)
প্রশ্ন-৮৩: বাংলাদেশে গার্হস্থ্য অর্থনীতি কলেজ কতটি?
উঃ টি।
প্রশ্ন-৮৪: বাংলাদেশে ক্যাডেট কলেজ কতটি?
উঃ ১১ টি। (১০টি বালক ১টি বালিকা)
প্রশ্ন-৮৫: বাংলাদেশে সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট কতটি?
উঃ টি।
প্রশ্ন-৮৬: বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) কতটি?
উঃ ৬৪ টি।(১টি/জেলা)
প্রশ্ন-৮৭: বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের বর্তমান নাম কী?
উঃ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
প্রশ্ন-৮৮: বাংলাদেশে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কতটি?
উঃ টি। (সরকারী)
প্রশ্ন-৮৯: বাংলাদেশে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) কতটি?
উঃ ১৩ টি।
প্রশ্ন-৯০: বাংলাদেশে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কতটি?
উঃ ৫৪ টি।
প্রশ্ন-৯১: বাংলাদেশে বেসরকারী টিচার্স ট্রেনিং কলেজ কতটি?
উঃ ৮৫ টি।
প্রশ্ন-৯২: বাংলাদেশে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) কতটি?
উঃ ১৪ টি। (১৩টি কো. এডু এবং ১টি মহিলা)
প্রশ্ন-৯৩: বাংলাদেশে উচ্চ মাধ্যমিক
টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (এইচএসটিটিআই) কতটি?
উঃ টি। (সবগুলো সরকারী)
প্রশ্ন-৯৪: বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউট কতটি?
উঃ ১টি (সরকারী)
প্রশ্ন-৯৫: বাংলাদেশে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি) কতটি?
উঃ ১টি (সরকারী)
প্রশ্ন-৯৬: বাংলাদেশে শারীরিক শিক্ষা কলেজ কতটি?
উঃ ২৭টি। (৪টি সরকারী)
প্রশ্ন-৯৭: বাংলাদেশের বাণিজ্যিক কলেজ কতটি?
উঃ ১৬ টি। (সরকারী)
প্রশ্ন-৯৮: বাংলাদেশের সঙ্গীত শিক্ষা কলেজ কতটি?
উঃ টি। (সব সরকারী)
প্রশ্ন-৯৯: বাংলাদেশের গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট কতটি কোথায়?
উঃ টি(সরকারী), ঢাকায়।
প্রশ্ন-১০০: বাংলাদেশে গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট কতটি কোথায়?
উঃ ১টি,ঢাকায়।

প্রশ্ন-১০১: বাংলাদেশে এগ্রিকালচারাল ইনস্টিটিউট কতটি?
উঃ ৫৯ টি। (১২টি সরকারী)
প্রশ্ন-১০২: বাংলাদেশে সার্ভে ইনস্টিটিউট কতটি?
উঃ ২টি (সরকারী)
প্রশ্ন-১০৩: বাংলাদেশে মিলিটারী একাডেমী কতটি কোথায়?
উঃ টি,চট্রগ্রামের ভাটিয়ারীতে।
প্রশ্ন-১০৪: বাংলাদেশে নেভাল একাডেমী কতটি কোথায়?
উঃ টি,চট্রগ্রামের পতেঙ্গায়।
প্রশ্ন-১০৫: বাংলাদেশে এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কতটি কোথায়?
উঃ ১টি,যশোরে

No comments:

Post a Comment