Saturday, October 24, 2015

দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া কিছু জানা-অজানা তত্থঃ

আমাদের দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া কিছু জানা-অজানা সাধারণ জ্ঞান সবার উপকারের জন্য দেয়া হল,পড়লে আশা করি সবাই উপকৃত হবেনঃ 
০১২০১৫ সালে ঢাকা  চট্টগ্রামে 'সিটি নির্বাচনকত তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২৮ এপ্রিল।
০২উইকিলিকস্ কোন দেশের রাজনৈতিক দল?উত্তরঃ অস্ট্রেলিয়া।
০৩২৫ এপ্রিল ২০১৫-এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রেখটার স্কেলে কত ছিল?উত্তরঃ . [নেপাল]
০৪১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি?উত্তরঃ অস্ট্রেলিয়া।
০৫মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?উত্তরঃ সিলেট।


০৬বিশ্ববাণিজ্য সংস্থা [WTOএর সদর দপ্তর কোথায় অবস্থিত?উত্তরঃ জেনেভা।
০৭বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?উত্তরঃ ১১৭ নং অনুচ্ছেদে।
০৮আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত?উত্তরঃ জুরিখ।
০৯বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত?উত্তরঃ চট্টগ্রাম।
১০'ওয়াল্ড ওয়াচযুক্তরাষ্ট্রের একটি কী?উত্তরঃ পরিবেশ সংস্থা।
১১এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তরঃ ১৯৫২ সালে।
১২ভূটানের রাজধানীর নাম কী?উত্তরঃ থিম্পু।
১৩নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ?উত্তরঃ জার্মানি।
১৪সাদা হাতির দেশ কোনটি?উত্তরঃ থাইল্যান্ড।
১৫জিম্বাবুইকে আগে কি নামে ডাকা হতো?উত্তরঃ দক্ষিণ রোডেশিয়া।
১৬. "ম্যাকমোহন লাইনকোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?উত্তরঃ ভারত  চীনের মধ্যে।
১৭প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?উত্তরঃ বরিশাল।
১৮কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য দেয়?উত্তরঃ জাপান।
১৯. "বিঝুকাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম?উত্তরঃ চাকমা।
২০শ্রীলংকাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী?উত্তরঃ পক প্রণালী।
২১জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?উত্তরঃ ১৫
২২হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত?উত্তরঃ তিব্বতনেপালভারত।
২৩মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?উত্তরঃ মৌলভী বাজার।
২৪বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি?উত্তরঃ লুই আই ক্যান।
২৫গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্বনাম?উত্তরঃ দিনাজপুর।
২৬বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?উত্তরঃ বাংলাবান্দা।
২৭বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত হয় কত সালে?উত্তরঃ ১৯৩১ সালে।
২৮ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্করটির নাম কি?উত্তরঃ অপরাজয়ে বাংলা।
২৯কোন দেশকে "সাদা রাশিয়াবলা হয়?উত্তরঃ বেলারুশ কে।
৩০'ত্রিপলীকোন দেশের রাজধানীর নাম?উত্তরঃ লিবিয়া।
৩১The largest continent in the world is...উত্তরঃ Asia.৩২Who was the first Prime Minister of Temporary Government of Bangladesh?উত্তরঃ Tajuddin Ahmed.৩৩After the break up of the Soviet Union which is the largest country in the world 

in terms of area?উত্তরঃ Russia.৩৪বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেয়া হয় কবে?উত্তরঃ ১৯৫৬ সালে।
৩৫জরুরী অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রয়েছে কার?উত্তরঃ রাষ্ট্রপতির।
৩৬ভারতচীনইন্দোনেশিয়া ও রাশিয়ার মধ্যে সর্বাধিক জনবহুল দেশ কোনটি?উত্তরঃ চীন।
৩৭ইউরোপীয় কমিশনের প্রধান দপ্তর কোথায় অবস্থিত?উত্তরঃ ব্রাসেল্স 
৩৮হিমছড়ি পাহাড় কোথায় অবস্থিত?উত্তরঃ কক্সবাজার
৩৯তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়েছিল কবে?উত্তরঃ ১৯৯৬ সালে।
৪০বঙ্গ ভঙ্গের বছর কোনটি?উত্তরঃ ১৯০৫ সাল।
৪১বাংলাদেশে 'শহীদ বুদ্ধিজীবী দিবস'টি কত তারিখে পালিত হয়?উত্তরঃ ১৪ই ডিসেম্বর।
৪২বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা 'টি?উত্তরঃ ২টি।
৪৩বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম ইংরেজিতে কী?উত্তরঃ House of the Nation.৪৪'টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে?উত্তরঃ ২টি।
৪৫মুজিব নগর কোথায় অবস্থিত?উত্তরঃ মেহেরপুর।
৪৬কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?উত্তরঃ ইরাক।
৪৭সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোনটিকে?উত্তরঃ মায়ানমার।
৪৮বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় কত সালে?উত্তরঃ ১৯৩০ সালে।
৪৯চাকমাসাওতালমুরগারো উপজাতিগুলোর মধ্যে মুসলিম উপজাতি কোনটি?উত্তরঃ মুর।
৫০নিশীথ সূর্যের দেশ কোনটি?উত্তরঃ নরওয়ে।

No comments:

Post a Comment