Saturday, November 14, 2015

বিখ্যাত কিছু উদ্ভাবক/জনক এর নামঃ

১)ইন্টারনেটের>>>জনক ভিন্টন গ্রে কার্ফ।

২)মাইক্রোসফটের জনক>>>বিল গেটস।


৩)WWW এর জনক>>>টিম বার্নাস লি।


৪)মোবাইল ফোনের জনক>>>মার্টিন কুফার।


৫)গুগলের জনক >>>সার্জেই বিন।


৬)ই-মেইলের জনক>>>যায়মন্ড স্যামুয়েল টমলিনসন।


৭)ফেসবুকের জনক>>>মার্ক জুকারবার্গ।


৮)টুইটারের জনক>>>জ্যাক দোরসেই।


৯)ই-বুকের জনক>>>মাইকেল এস হার্ট।


১০)সিডি এর জনক>>>নোরি ও ওগো।


১১)কম্পেউটার মাউসের জনক>>>ডগলাস এঙ্গেলবার্ট।


১২)আধুনিক ল্যাপ্টপের জনক>>>ষ্টিভেন জে সিসোন।

দেশের বাইরের কিছু অর্থনৈতিক তত্থঃ

১। সবচেয়ে বেশী চাল রপ্তানী করে → থাইল্যান্ড।

২। খনিজ তেলের প্রধান শীর্ষ রপ্তানী কারক → সৌদি আরব।


৩। তেল রিজার্ভে শীর্ষ দেশ → ভেনিজুয়েলা।


৪। তেল আমদানিতে শীর্ষ দেশ → যুক্তরাষ্ট্র।


৫। তেল ব্যবহারে শীর্ষ দেশ → যুক্তরাষ্ট্র।


৬। তেল উত্পাদনে শীর্ষ দেশ → রাশিয়া।


৭। পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ → কিউবা।


৮। চিনির আধার বলা হয় → কিউবাকে।


৯। পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ → ভারত।


১০। কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ → ইরান।

বাংলাদেশের প্রাচীন স্থানগুলোর ঠিকানাঃ

১. বাঘা জামে মসজিদ যেখানে অবস্থিত -- রাজশাহীতে। 
.
২. রামুমন্দির যেখানে অবস্থিত -- কক্সবাজারের রামু থানায়। 
.
৩. আহসান মঞ্জিল নির্মাণ করেন -- নবাব আব্দুল গনি।
,
৪. মহাস্থানগড়ের যে যুগের শিলালিপি পাওয়া গেছে -- মৌর্য যুগের।
.
৫. পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত -- সোমপুর বিহার।
.
৬. সত্য পীরের ভিটাযেখানে অবস্থিত -- নওগাঁ জেলার সোমপুর বিহারে।
.
৭. শালবন বিহার যেখানে অবস্থিত -- কুমিল্লা জেলার ময়নামতিতে।
.
৮. শালবন বিহার তৈরী করেন -- রাজাধিরাজ ভবদেব।
.
৯. আনন্দ বিহার যেখানেঅবস্থিত -- কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।

বাংলাদেশে যা কিছু প্রথমঃ


১. প্রথম নোবেল বিজয়ী > ড.মহম্মদ ইউনুস
২. প্রথম রণতরী-- বি এন এস পদ্মা
৩. প্রথম পতাকা উত্তলন - - ২ মার্চ ১৯৭১
৪. প্রথম মুদ্রা চালু হয়-- ৪ মার্চ ১৯৭২
৫. প্রথম বিমান চালু হয়-- ৪ ফেব্রুয়ারি ১৯৭২
৬. প্রথম বিশ্ববিদ্যালয়--ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১সাল)
৭. প্রথম নির্বাচন কমিশনার-- বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস
৮. প্রথম বাংলা ছায়াছবি-- মুখ ও মুখোশ (১৯৫৬)
৯. প্রথম বিমানবাহিনী প্রধান-- একে খন্দকার

১০. প্রথম নারী পাইলট-- কানিজ ফাতেমা রোকসানা।
১১. প্রথম বানিজ্য জাহাজ-- বাংলার দূত
১২. প্রথম নারী উপাচার্য-- ফারজানা ইসলাম

Saturday, October 24, 2015

সাধারণ বিজ্ঞান বিষয় এর কিছু তথ্য

 বিজ্ঞান আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে  দরকার, আজকের এই যুগ বিজ্ঞানেরই অবদান তাই বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য আজ আমরা জানবো।
১) পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু ।
২) পদার্থের স্থায়ী মূল কণিকা – ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
৩) তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা, বিটা ও গামা কনিকা ।
৪) পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান ।
৫) পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল ।
৬) বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ ক্যালরি ।
৭) ০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড ।
৮) সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় – লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
৯) সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি – সৌর রশ্মি ।
বাংলাদেশের কোন উপজাতি সম্প্রদায় কোন জেলায় বসবাস করে তা দেয়া হল,
উপজাতীয় সম্প্রদায়ের বাসস্থান :-
১/ গারো ময়মনসিংহ
২/ চাকমা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি
৩/ সাঁওতাল রাজশাহী ও দিনাজপুর
৪/ রাখাইন পটুয়াখালী
৫/ মারমা কক্সবাজার,বান্দরবান ও পটুয়াখালী
৬/ হাজং ময়মনসিংহ ও নেত্রকোনা

দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া কিছু জানা-অজানা তত্থঃ

আমাদের দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া কিছু জানা-অজানা সাধারণ জ্ঞান সবার উপকারের জন্য দেয়া হল,পড়লে আশা করি সবাই উপকৃত হবেনঃ 
০১২০১৫ সালে ঢাকা  চট্টগ্রামে 'সিটি নির্বাচনকত তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২৮ এপ্রিল।
০২উইকিলিকস্ কোন দেশের রাজনৈতিক দল?উত্তরঃ অস্ট্রেলিয়া।
০৩২৫ এপ্রিল ২০১৫-এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রেখটার স্কেলে কত ছিল?উত্তরঃ . [নেপাল]
০৪১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি?উত্তরঃ অস্ট্রেলিয়া।
০৫মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?উত্তরঃ সিলেট।