Friday, October 23, 2015

আমাদের চারিপাশে এবং আমাদের প্রতিদিনের ব্যাবহার করা বিভিন্ন কিছু জিনিসের পরিমাপের একক

আমাদের চারিপাশে এবং আমাদের প্রতিদিনের ব্যাবহার করা  বিভিন্ন কিছু জিনিসের পরিমাপের একক নিচে দেয়া হলঃ 
1)সীসমোগ্রাফ=ভুমিকম্পের গতি ও তীব্রতা মাপার যন্ত্র।
2)
ব্যারোমিটার= বায়ুর গতি মাপার যন্ত্র।
3)
সেক্সট্যান্ট = অক্ষাংশ মাপার যন্ত্র।

4)ক্রোনোমিটার = সময় মাপার যন্ত্র।
5)
থার্মোমিটার = তাপমাত্রা মাপার যন্ত্র।

বাংলা ব্যাকরণের কিছু দরকারি তথ্য

বাংলা ব্যাকরণের কিছু দরকারি তথ্য, যা সব সময় যে কারো দরকার হতে পারে,
১.ভাষার মূল উপাদান > ধ্বনি 
২. ভাষার ক্ষুদ্র একক> ধ্বনি । 
৩. ধ্বনি নির্দেশক চিহ্ন > বর্ণ
৪. ভাষার ইট বলা হয় > বর্ণ 
৫. ভাষার মূল উপকরণ > বাক্য 
৬. ভাষার মুখ্য উপাদান> শব্দ 
৭. বাক্যের একক> শব্দ 

Tuesday, October 6, 2015

পরিবেশ বিজ্ঞান বিষয়ে কিছু তথ্য

**দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট  
পৃথিবী গোলাকার এই ধারণা দেন পিথাগোরাস
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় – আয়নমন্ডলে  

সূর্য গ্রহণে চন্দ্র থাকেপৃথিবী ও সূর্য্যের মাঝখানে
চন্দ্র গ্রহণে পৃথিবী থাকে সূর্য ও চন্দ্রের মাঝখানে।। 

বস্তুর ওজন বেশী – পৃথিবীপৃষ্টে