Friday, February 26, 2016

এক নজরে বাংলা বর্ণমালার সবকিছু

1.মোট বর্ণ আছে ৫০টি। (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
2.(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি) ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪টি)
3.স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
4.পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
5.অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
6.মাত্রাহীন বর্ণ আছে ১০টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ৪টি) অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
7.কার আছে এমন স্বরবর্ণ ১০টি ('অ' ছাড়া)
8.ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব, য, র)
9.মূর্ধন্য/পশ্চাৎদন্ত্যমূলীয় ধ্বনি আছে ৯টি ('ট' বর্গীয় ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
10.দন্ত্য ধ্বনি আছে ৭টি ('ত' বর্গীয় ধ্বনি + স, ল)
11.অঘোষ ধ্বনি আছে ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
12.ঘোষ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
13.অল্পপ্রাণ ধ্বনি আছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
14.মহাপ্রাণ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
15.নাসিক্য/অনুনাসিক ধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ঁ, ও)
16.উষ্ম/শিস ধ্বনি ৪টি (শ, ষ, স, হ)
17.অন্তঃস্থ ধ্বনি ৪টি (ব, য, র, ল)
18.পাশ্বর্িক ধ্বনি ১টি (ল)
19.কম্পনজাত ধ্বনি ১টি (র)
20.তাড়নজাত ধ্বনি ২টি (ড়, ঢ়)
21.পরাশ্রয়ী ধ্বনি ৩টি (ং, ঃ, ঁ)
22.যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি ২টি (ঐ, ঔ)
23.যৌগিক স্বরধ্বনি ২৫টি
24.খ-ব্যঞ্জণ ধ্বনি ১টি (ৎ)
25.অর্ধস্বর ২টি (য, ব)

কতগুলো গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ

1) ক+ত = ক্ত, 2) জ+ঞ = জ্ঞ, 3) ত+ত = ত্ত, 4) ন+থ = ন্থ
5) র+উ = রু, 6) ষ+ম = ষ্ম, 7) হ+উ = হু, 8) ক+ষ = ক্ষ
9) ঞ+জ = ঞ্জ, 10) ত+থ = ত্থ, 11) ন+ধ = ন্ধ, 12) র+ঊ = রূ
13) ষ+ণ = ষ্ণ, 14) হ+ঋ = হৃ, 15) ক+য = ক্য, 16) ঞ+চ = ঞ্চ
17) ত+ম = ত্ম, 18) র+ধ = র্ধ, 19) স+র = স্র, 20) হ+ব = হ্ব
21) ক+র = ক্র, 22) ঞ+ছ = ঞ্ছ, 23) ত+র = ত্র, 24) ব+ধ = ব্ধ
25) ল+ল = ল্ল, 26) স+ন = স্ন, 27) হ+ণ = হ্ণ, 28) গ+উ = গু
29) ট+ট = ট্ট, 30) ত+র+উ = ত্রু, 31) ভ+র = ভ্র, 32) স+ব = স্ব
33) হ+ন = হ্ন, 34) ঙ+গ = ঙ্গ, 35) ণ+ড = ণ্ড, 36) দ+য = দ্য
37) ভ+র+উ = ভ্রু, 38) শ+উ = শু, 39) স+ত = স্ত, 40) হ+ম = হ্ম
41) ঙ+ক = ঙ্ক, 42) দ+ম = দ্ম, 43) ম+ব = ম্ব, 44) শ+র+উ = শ্রু
45) স+য = স্য, 46) দ+ধ = দ্ধ, 47) শ+র+ঊ = শ্রূ, 48) স+থ = স্থ

Saturday, November 14, 2015

গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দ ও বানানঃ

১. লেফটেন্যান্ট -- Lieutenant ( মিথ্যা তুমি দশ পিপড়া)

২. সাইকোলজি -- Psychology ( পিসি চলযাই)

৩. কলেরা -- Cholera (চলেরে)

৪. বিগ্রেডিয়ার -- Brigadier (বিড়ি-গাডিয়ার)

৫. ডিজেজ -- Diseases (দুই সাগর শেষ)

৬. নিউমোনিয়া -- Pneumonia (পি-নিউমোনিয়া)


৭. সুনামি ------ Tsunami (টি-সুনামী)


   Correct Spelling:

* Guerrilla (গেরিলা যুদ্ধা)

* Accommodation (বাসস্থান)

* Diarrhoea (ডায়রিয়া)

* Restaurant (রেস্তোরাঁ)

* Cigarette (সিগারেট) 

বাংলার শহরগুলোর পুরাতন নাম সমুহঃ

★ ঢাকা → জাহাঙ্গীরনগর

★ চট্টগ্রাম → ইসলামাবাদ


★ খুলনা → জাহানাবাদ


★ সিলেট → জালালাবাদ

★ যশোর → খিলাফাতাবাদ

★ বাগেরহাট → খলিফাবাদ


★ ময়মনসিংহ → নাসিরাবাদ


★ ফরিদপুর → ফাতেহাবাদ


★ বরিশাল → ইসমাইলপুর/ চন্দ্রদ্বীপ


★ কুমিল্লা → ত্রিপুরা


★ কুষ্টিয়া → নদীয়া


★ ফেনী → শমসের নগর


★ জামালপুর → সিংহজানী


★ দিনাজপুর →গন্ডোয়ানাল্যান্ড 


★ ভোলা→ শাহবাজপুর

বিখ্যাত কিছু উদ্ভাবক/জনক এর নামঃ

১)ইন্টারনেটের>>>জনক ভিন্টন গ্রে কার্ফ।

২)মাইক্রোসফটের জনক>>>বিল গেটস।


৩)WWW এর জনক>>>টিম বার্নাস লি।


৪)মোবাইল ফোনের জনক>>>মার্টিন কুফার।


৫)গুগলের জনক >>>সার্জেই বিন।


৬)ই-মেইলের জনক>>>যায়মন্ড স্যামুয়েল টমলিনসন।


৭)ফেসবুকের জনক>>>মার্ক জুকারবার্গ।


৮)টুইটারের জনক>>>জ্যাক দোরসেই।


৯)ই-বুকের জনক>>>মাইকেল এস হার্ট।


১০)সিডি এর জনক>>>নোরি ও ওগো।


১১)কম্পেউটার মাউসের জনক>>>ডগলাস এঙ্গেলবার্ট।


১২)আধুনিক ল্যাপ্টপের জনক>>>ষ্টিভেন জে সিসোন।

দেশের বাইরের কিছু অর্থনৈতিক তত্থঃ

১। সবচেয়ে বেশী চাল রপ্তানী করে → থাইল্যান্ড।

২। খনিজ তেলের প্রধান শীর্ষ রপ্তানী কারক → সৌদি আরব।


৩। তেল রিজার্ভে শীর্ষ দেশ → ভেনিজুয়েলা।


৪। তেল আমদানিতে শীর্ষ দেশ → যুক্তরাষ্ট্র।


৫। তেল ব্যবহারে শীর্ষ দেশ → যুক্তরাষ্ট্র।


৬। তেল উত্পাদনে শীর্ষ দেশ → রাশিয়া।


৭। পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ → কিউবা।


৮। চিনির আধার বলা হয় → কিউবাকে।


৯। পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ → ভারত।


১০। কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ → ইরান।

বাংলাদেশের প্রাচীন স্থানগুলোর ঠিকানাঃ

১. বাঘা জামে মসজিদ যেখানে অবস্থিত -- রাজশাহীতে। 
.
২. রামুমন্দির যেখানে অবস্থিত -- কক্সবাজারের রামু থানায়। 
.
৩. আহসান মঞ্জিল নির্মাণ করেন -- নবাব আব্দুল গনি।
,
৪. মহাস্থানগড়ের যে যুগের শিলালিপি পাওয়া গেছে -- মৌর্য যুগের।
.
৫. পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত -- সোমপুর বিহার।
.
৬. সত্য পীরের ভিটাযেখানে অবস্থিত -- নওগাঁ জেলার সোমপুর বিহারে।
.
৭. শালবন বিহার যেখানে অবস্থিত -- কুমিল্লা জেলার ময়নামতিতে।
.
৮. শালবন বিহার তৈরী করেন -- রাজাধিরাজ ভবদেব।
.
৯. আনন্দ বিহার যেখানেঅবস্থিত -- কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।

বাংলাদেশে যা কিছু প্রথমঃ


১. প্রথম নোবেল বিজয়ী > ড.মহম্মদ ইউনুস
২. প্রথম রণতরী-- বি এন এস পদ্মা
৩. প্রথম পতাকা উত্তলন - - ২ মার্চ ১৯৭১
৪. প্রথম মুদ্রা চালু হয়-- ৪ মার্চ ১৯৭২
৫. প্রথম বিমান চালু হয়-- ৪ ফেব্রুয়ারি ১৯৭২
৬. প্রথম বিশ্ববিদ্যালয়--ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১সাল)
৭. প্রথম নির্বাচন কমিশনার-- বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস
৮. প্রথম বাংলা ছায়াছবি-- মুখ ও মুখোশ (১৯৫৬)
৯. প্রথম বিমানবাহিনী প্রধান-- একে খন্দকার

১০. প্রথম নারী পাইলট-- কানিজ ফাতেমা রোকসানা।
১১. প্রথম বানিজ্য জাহাজ-- বাংলার দূত
১২. প্রথম নারী উপাচার্য-- ফারজানা ইসলাম