৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র।
৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি—ডব্লিউ হ্যারিসন।
৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে —২৬জুন,১৯৪৫ সালে।
১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে—২৪ অক্টোবর, ১৯৪৫।
১১.জাতিসংঘের সনদের রচয়িতা—আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।
১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—২৪শে অক্টোবর।
১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের।
১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে— সভাপতি।
১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনঅনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ বছরের জন্য।
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় — সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত? — ১৫টি।
১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়— ২বার।
২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ২ বছরের জন্য।
২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ মাসের জন্য।
২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।